home

writings

my blogs

Experiment on exam process - Prothom Alo

শিক্ষা নিয়ে পরীক্ষার শেষ কোথায়

পরীক্ষা পদ্ধতির উপর অবিরত চলমান পরীক্ষা-নিরিক্ষার উপর নিশাত সুলতানা’র মতামতটি বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো’র ২৩ জুলাই, ২০২২ সংখ্যায় প্রকাশিত হয়। কলামটির কিছু অংশ নিচে তুলে ধরা হলো। বিস্তারিত পড়তে প্রথম আলো’র লিংকটি

আমাদের শৈশবে পাঠ্যক্রম কিংবা পাঠ্যপুস্তকের তেমন কোনো পরিবর্তন হতে দেখিনি। বড় ভাইবোনের পঠিত বই দিয়েই অনেকটা স্কুলজীবন পাড়ি দিতাম। স্কুলের পড়াশোনা ছিল আমাদের কাছে আনন্দেরই অন্য নাম।

স্কুলে আসা-যাওয়ার পথটিও ছিল আনন্দে ঠাসা। ঋতু পরিবর্তন, রংধনু, বীজের অঙ্কুরোদ্‌গম, রঙিন প্রজাপতি কিংবা লাল-নীল ফড়িংয়ের সঙ্গে আমাদের মিতালি হতো স্কুলে আসা-যাওয়ার পথে।

বছরের পর বছর পাঠ্যপুস্তক কিংবা এর বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে, তা মোটেই কাম্য নয়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাব্যবস্থার সংস্কার হবে, পাঠ্যক্রমের আধুনিকায়ন হবে, পাঠ্যপুস্তক পরিমার্জিত হবে, এর বিষয়বস্তুর পরিবর্তন-সংযোজন-বিয়োজন হবে, এটাই স্বাভাবিক। তবে এ পরিবর্তন যখন অতি দ্রুতগতিতে হতে থাকে, তখন তা আবার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

নিশাত সুলতানা, প্রথম আলো (২৩ জুলাই, ২০২২)

বিস্তারিত পড়তে ভিজিট করুন

Share on :

নিশাত সুলতানা

নিশাত সুলতানা

লেখক ও গবেষক

All Posts

আরও পড়ুন -

Leave a Reply